The Power of Custom UI: Why Page Builders aren't Enough
· One min read
আপনার ব্র্যান্ডের একটি নির্দিষ্ট পরিচয় থাকা জরুরি। শুধুমাত্র এলিমেন্টর বা পেজ বিল্ডার দিয়ে হুবহু কপি ডিজাইন করলে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না।
প্রফেশনাল ইউআই (UI) ডিজাইনের ৪টি স্তম্ভ
১. Consistency: পুরো ওয়েবসাইটে একই কালার প্যালেট এবং ফন্ট ব্যবহার করুন। ২. Micro-Interactions: কাস্টম CSS ব্যবহার করে ছোট ছোট অ্যানিমেশন যোগ করুন যা ইউজারকে এনগেজড রাখে। ৩. Clear CTA: 'Buy Now' বা 'Learn More' বাটনগুলো এমনভাবে প্লেস করুন যাতে ইউজারের চোখে পড়ে। ৪. Speed: হেভি ইমেজ ব্যবহার না করে কাস্টম কোডিংয়ের মাধ্যমে ডিজাইন হালকা রাখুন।
আপনি কি আপনার ওয়েবসাইটের লুক পরিবর্তন করতে চান? আমাদের পোর্টফোলিও দেখতে পারেন।
